কোরান পোড়ানোর জেরে ইরাকের সঙ্গে সুইডেনের সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সুইডেনের রাজধানী স্টকহোমে নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও বাগদাদে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। এদিন দুপুরেই সুইডিশ সরকারকে ইরাকের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, ‘ফের স্টকহোমে কোরান পোড়ানো হলে সুইডেন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।’ সেই হুমকির ঘণ্টাখানেকের মধ্যেই সুইডিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করার কথা জানিয়ে দিল ইরাক সরকার। শুধু সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেই ক্ষান্ত থাকেনি ইরাক সরকার। একই সঙ্গে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসনকেও দেশে যাবতীয় অপারেশন অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাকে দেশে ব্যবসা করার যে অনুমতি দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সূত্রের খবর, দেশটিতে কর্মরত সুইডিশ নাগরিকদেরও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।