জানা গিয়েছে নবরাত্রি উপলক্ষ্যে তেজস এক্সপ্রেস চালাবে আইআরসিটিসি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে জানা গিয়েছে লখনউ থেকে নয়াদিল্লি ও আহমেদাবাদ থেকে মুম্বই রুটে এই বিশেষ ট্রেন চলবে। ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই পরিষেবা। আইআরসিটিসি এই তথ্য দিয়েছে। ইতিমধ্যেই এই বিশেষ ট্রেন চালানোর বিষয়ে ছাড়পত্র দিয়েছে রেল মন্ত্রক। তেজস এক্সপ্রেসের যাতায়াত করোনা সংক্রমণের জন্য বন্ধ ছিল। সেই দুটি ট্রেনই এবার চালু করা হচ্ছে। ১৯শে মার্চ থেকে বন্ধ ছিল তেজস এক্সপ্রেসের যাতায়াত। বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর কথা বলা হয়েছে। যেমন প্রতিটি সিটের মাঝে একটি করে সিট ফাঁকা রাখা হবে। প্রত্যেক যাত্রীর কাছে দেওয়া হবে প্রোটেকশন কিট, যাতে থাকবে এক জোড়া গ্লাভস, ফেস শিল্ড, মাস্ক, স্যানিটাইজার। এছাড়াও বলা হয়েছে বগিতে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীর দেহের তাপমাত্রা মাপা হবে। চলবে স্যানিটাইজার দেওয়ার কাজও।এজন্য রেলের কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে। যাতে প্রত্যেক যাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে জানানো হয়েছিল যাত্রীদের পছন্দমত খাবার সরবরাহ করা হবে এই ট্রেনে। তার সঙ্গে বাড়ি থেকে স্টেশন এবং স্টেশন থেকে বাড়ি পর্যন্ত ট্যাক্সি পরিষেবা, ব্যাগ বহন করার পরিষেবা এবং হুইল চেয়ারের পরিষেবা দেওয়া হবে বলেও আইআরসিটিসি জানিয়ে ছিল।