কলকাতা দেশ

আগামী ৪ জানুয়ারি থেকে স্কুল খুলতে চেয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি আইসিএসই বোর্ডের

আইসিএসই বোর্ডের তরফে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠানো হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে, যাতে আগামী ৪ জানুয়ারি থেকে স্কুল খোলা যেতে পারে। বিভিন্ন রাজ্যের পাশাপাশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আইসিএসই বোর্ডের তরফে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বোর্ডের তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত মার্চ মাস থেকে করোনাভাইরাস পরিস্থিতির জন্য স্কুল বন্ধ রয়েছে। যদিও সেই পরিস্থিতিতেই বোর্ডের তরফে বিভিন্ন স্কুলের সহযোগিতায় অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ধাপে ধাপে স্কুল খোলা প্রয়োজন বিশেষত দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে। সশরীরে ছাত্রছাত্রীরা স্কুলে যাতে উপস্থিত হতে পারে বিশেষত বিভিন্ন প্র্যাক্টিকাল,প্রোজেক্ট এর কাজ এবং বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তর গুলো দেওয়ার জন্য। সশরীরে ক্লাসে উপস্থিত হলে ছাত্রছাত্রীদের কাছে অনেকটাই উপকার হবে বিশেষত শিক্ষকদের সঙ্গে সরাসরি তাদের ক্লাস নেওয়ার মাধ্যমে।