নির্বাচন কমিশনের গাড়ি ভাঙচুর এবং আধিকারিকদের হেনস্থার অভিযোগে দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। ধৃতদের নাম হাসান গাজী ও মীর হোসেন মণ্ডল । মঙ্গলবার ভোররাতে হাড়োয়ার আমড়াডাঙ্গী গ্রাম থেকে পাকড়াও করা হয় ওই দুই আইএসএফ কর্মীকে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কাজে নিযুক্ত কর্মীদের হেনস্থা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, সোমবার বিকেলে পুলিশকে সঙ্গে নিয়ে কমিশনের আধিকারিকরা হাড়োয়ার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের আমড়াডাঙ্গী গ্রামে যান রাজনৈতিক দলের বেআইনি ব্যানার খুলতে ৷ নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ব্যানার, হোর্ডিং খুলছিলেন আধিকারিকরা । অভিযোগ, সেই সময় আইএসএফের কর্মী-সমর্থকরা সেখানে এসে বাধা দেয় ৷ প্রথমে কমিশনের লোকজন বোঝানোর চেষ্টা করেন তাদের। কিন্তু তাঁদের কথায় আমল না দিয়েই কমিশনের লোকজনকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। তাঁদের হেনস্থা করারও অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । পরে, উত্তেজিত কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায় কমিশনের গাড়িতে। যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী। যদিও তাঁদের আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা ।