চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে উত্তাল হয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলামের আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত হলেন না, জামিনের শুনানি আপাতত স্থগিত। হতে পারে আগামী মাসে। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু মঙ্গলবারই আদালতে জামিন হওয়ার কথা ছিল। শুনানির সময় তাঁর পক্ষে উপস্থিত হতে অস্বীকার করার পরে আইনজীবীরা একটি বিশাল ধাক্কার সম্মুখীন হন, সূত্র জানায়। বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা হিন্দু ধর্মীয় নেতার প্রতিনিধিত্ব করতে বাধা দেওয়ার পর, সূত্র জানায়, চট্টগ্রাম আদালত শুনানি ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে।