বিদেশ

গাজায় ফের ইজরায়েলি হানা, মহিলা ও শিশু সহ মৃত ১২

ইজরায়েলের হামলায় প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ১২ জন নিহত হয়েছেন ৷ বুধবার প্যালেস্তাইনের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু ৷ ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস ৷ তার পর থেকে গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েল ৷ টানা ১৫ মাস ধরে চলছে এই লড়াই ৷ যা জারি রইল ২০২৫ সালের প্রথমদিনও ৷গাজা উপত্যকার উত্তর অংশেই প্রথমদিকে আক্রমণ করে ইজরায়েল ৷ ফলে ওই অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে ৷ সেখানকার জাবালিয়া এলাকাতেই এদিন একটি হামলা হয় ৷ সেই হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক ৷ তার মধ্যে একজন মহিলা ও চারজন শিশু রয়েছে ৷ এছাড়াও আরও অনেকে আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ৷ আরেকটা হামলা হয়েছে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ৷ সেই হামলায় এক মহিলা ও এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আল-আকসা শহিদ হাসপাতাল ৷ সম্প্রতি প্যালেস্তাইনের জঙ্গিরা রকেট হামলা চালিয়েছিল ৷ তার পরই বুরেজে পালটা আঘাতের কথা বলেছিল ইজরায়েলি সেনা ৷ সেই কারণে শরণার্থীদের ওই এলাকা থেকে সরানোর কথাও বলা হয়েছিল ৷ তৃতীয় হামলাটি হয় গাজার দক্ষিণ অংশের শহর খান ইউনিসে ৷ বুধবার ভোরে ওই হামলা হয় ৷ এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে নিকটবর্তী নাসের হাসপাতাল এবং ইউরোপীয় হাসপাতাল ৷