বিদেশ

‘আমাদের আক্রমণ করলে আমরাও আক্রমণ করবো’, রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে হুঁশিয়ারি  ইজরায়েলের প্রধানমন্ত্রীর

রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি গাজা ও লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব ইজরায়েল মানবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। নেতানিয়াহু বললেন, “হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে না জেতা পর্যন্ত লড়াই চলবে।’’ আন্তর্জাতিক নেতাদের সামনে ইরানকে রীতিমতো একহাত নেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তেহরান আক্রমণ চালালে ইজরায়েল পাল্টা হামলা করতে দু’বার ভাববে না। নেতানিয়াহুর কথায়, “আমাদের আক্রমণ করলে আমরাও আক্রমণ করব। ইরানের এমন কোনও এলাকা নেই যেখানে আমাদের হাত পৌঁছবে না।’’ গত এক সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল। হামলায় এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সরকার দুই দেশকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তাতে লাভ কিছু হয়নি। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু বলেন, “হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নিলে আমাদেরও যুদ্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। নাগরিকদের নিরাপদে রাখার অধিকার ইজরায়েলের আছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, “লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চলবে।’’