সফল হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) জিও ইম্যাজিং স্যাটেলাইট (GISAT-1)-এর উৎক্ষেপণ। এদিন ভোর ৫.৪৩-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উপগ্রহের উৎক্ষেপণ সম্পন্ন হয়। ইসরোরা তরফে জানানো হয়েছে উৎক্ষেপণের প্রথম ও দ্বিতীয় ধাপ ভালভাবেই সম্পন্ন হয়। পরে ইসরোরার তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে ত্রায়োজেনিক আপার স্টেজে গণ্ডগোল দেখা দেয়। ফলে উপগ্রহটি কক্ষপথে স্থাপনের আগেই তা ভেঙে পড়ে। GSLV-f10 EOS-03-এর মিশনের অংশ হিসেবেই এই উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হচ্ছিল। বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জানা গিয়েছে, এদিন নির্ঘণ্ট মেনে ভোর ৫টা ৪৩ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয় ইওএস-০৩। জিএসএলভি-এফ-১০ রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার উপলক্ষ্য ছিল ইসরোর। সেই পরিকল্পনা মোতাবেক সফলভাবেই এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ উৎক্ষেপিত করা হয়। কিন্তু উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই অপর একটি টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানায়, ‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না।’ পৃথিবীর আবহাওয়া এবং পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপর্যয়ের ওপর নজরদারি চালাতে এই উপগ্রহকে কক্ষপথে পাঠানোর চেষ্টা হয়েছিল। ঘূর্ণিঝড়, মেঘভাঙা বৃষ্টি, সুনামি, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর আরও সঠিকভাবে পাওয়া যেত এই উপগ্রহের সফল উৎক্ষেপণ হলে।