দেশ

সুস্থ গণতন্ত্রের স্বার্থে সোশ্যাল মিডিয়ার ওপরে বিধিনিষেধ আরোপ করা ঠিক নয়: অ্যাটর্নি জেনারেল

গণতান্ত্রিক দেশে সোশ্যাল মিডিয়ায় কেউ নানা বিষয় নিয়ে আলোচনা করতেই পারেন। এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা ঠিক নয়। সোমবার এমনই বললেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তিনি বলেন, ‘গণতন্ত্রের সুস্বাস্থ্য যাতে বজায় থাকে, সেজন্য সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি আলোচনা চলতে দেওয়া উচিত। সমালোচনার লক্ষণরেখা অতিক্রম করে না গেলে সুপ্রিম কোর্টও সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না।’ কিছুদিন ধরেই অনেকে শীর্ষ আদালতের নানা রায় নিয়ে টুইটারে প্রশ্ন তুলছেন এবং সমালোচনা করছেন। এই প্রসঙ্গে বেণুগোপাল সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন। তাঁর কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় কোনও কড়াকড়ির প্রয়োজন নেই। আমরা মুক্ত গণতন্ত্রে বিশ্বাসী। এখানে খোলাখুলি আলোচনা চলতেই পারে।’ পরে তিনি বলেন, ‘কেউ মানহানি না করলে সুপ্রিম কোর্টের তত্‍পর হওয়া উচিত নয়। খুব কম ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট কারও বিরুদ্ধে মানহানির মামলা করে।’