এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় নগদ ১৫৯ কোটি টাকার
শুধু নোটের বান্ডিল। সারি সারি গয়না। আয়কর বিভাগের কর্মীরা টাকা গুনছেন টাকারই স্তুপে বসে। এক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে আয়কর হানায় উঠে এসেছে এমনই সব ছবি। পীযূষ জৈন নামের ওই ব্যবসয়ীর বাড়িতে এত নগদ উদ্ধার হয়েছে, যে গুনতে রীতিমতো হিমশিম খেলেন আয়কর বিভাগের কর্মীরা। পীযূষ জৈন বিরুদ্ধে বিস্তর বেনিয়মের অভিযোগ আছে। সেইসব অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে ইডি এবং আয়কর বিভাগের আধিকারিকরা যৌথভাবে হানা দেন পীযুষের বাড়িতে। সেই সঙ্গে হানা দেওয়া হয় পীযুষের কয়েকটি অফিসেও। আয়কর এবং ইডি আধিকারিকদের যৌথ অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে তল্লাশি শুরু হয়ে শুক্রবার দুপুর পর্যন্ত চলেছে সেই টাকা গোনার কাজ। শেষ খবর পাওয়া অনুযায়ী, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে স্রেফ নগদ উদ্ধার হয়েছে ১৫৯ কোটি টাকার।