কলকাতা

নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবর্তের জের, রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় জারি সতর্কতা

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবেই চলবে বৃষ্টি । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। যার ফলে সাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প বাতাসের সঙ্গে মিশছে। এই কারণেই আগামী রবিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও কলকাতায় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। তবে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। টানা বৃষ্টির কারণে বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। ফলে রাজ্যের কয়েকটি জেলা জলমগ্ন হতে পারে। কলকাতায় এখনও কয়েকটি জায়গায় জল জমে আছে। ফের টানা বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শনিবার ও রবিবার মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।