কলকাতা

স্বপ্নদীপ মৃত্যু-কাণ্ডে নয়া মোড়, প্রকাশ্যে ডায়রিতে লেখা চিঠি

 স্নাতক প্রথম বর্ষ, চোখে স্বপ্ন নিয়ে বাড়ি ঘর ছেড়ে বড় শহরে এসেছিলেন স্বপ্নদীপ। তবে মাত্র কয়েকদিন, তার মধ্যেই শেষ হয়েছে সব। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তিন পড়ুয়া। উঠে আসছে ব়্যাগিং তত্ব। বর্তমান থেকে প্রাক্তনী মুখ খুলছেন অনেকেই। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তনী সহ মোট তিনজনকে। এর মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে একটি চিঠিতে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ডায়েরির ইংরাজিতে একপাতার চিঠি কার লেখা?  চিঠির শেষে মৃত ছাত্রের নামের উল্লেখ পাওয়া গিয়েছে। প্রকাশ্যে আসা ওই চিঠি ১০ আগস্ট লেখা হয়েছে ডিনের উদ্দেশে। চিঠিতে বাংলা বিভাগের এক সিনিয়র ছাত্রের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে ওই সিনিয়র হস্টেল নিয়ে ভয় ধরানোর মতো মন্তব্য করেছিলেন। তবে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ডায়েরির লেখা স্বপ্নদীপের নয় বলেই দাবি করেছেন তাঁর বাবা।