পুজোর পর থেকে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষাক্ষেত্রগুলিতে ক্যাম্পাস সচল করার দাবি উঠেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তরফে। বুধবার বৃষ্টি মাথায় নিয়েই এই দাবিতে নবান্ন অভিযানে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নবান্নের কাছাকাছি মিছিল পৌঁছতেই নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ বাধা দেয়। সেখানেই পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তিতে অশান্ত হয়ে ওঠে নবান্নের সামনে রাস্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নবান্ন অভিযানে নামলেন। এদিন দুপুরে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা পোস্টার, ব্যানার হাতে নিয়ে নবান্নমুখী হয়। পোস্টারে লেখা– ক্যাম্পাস খোলা হোক। দুর্যোগ উপেক্ষা করে, বৃষ্টি মাথায় নিয়েই তাঁরা মিছিলে শামিল হন। রেড রোডেই তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। রেড রোডের কাছে পুলিশ তাদের আটকায়। স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এর জেরে যানচলাচল আটকে যায় রেড রোডে। কিন্তু ছাত্রদের দাবি, নবান্নের তরফে তাদের আশ্বাস দিতে হবে স্কুলের মতো দ্রুতই কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঠনপাঠন শুরু করা হবে। তবেই তারা বিক্ষোভস্থল থেকে সরে যাবে।