জম্মু–কাশ্মীরে লস্কর–ই–তৈবার এক জঙ্গিকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হল উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিককে। ধৃত পুলিশ আধিকারিকের নাম শেখ আদিল মুস্তাক। তিনি জম্মু–কাশ্মীর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লস্কর জঙ্গিকে পালাতে সাহায্য করাই নয়, ঘুষ নেওয়ারও অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ছয় দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ধৃত আধিকারিককে। প্রসঙ্গত, যে জঙ্গিকে পালাতে সাহায্য করার অভিযোগ উঠেছে, তাকে গত জুলাই মাসেই গ্রেপ্তার করেছিল পুলিশ। তার ফোন পরীক্ষা করে দেখা যায়, পুলিশকর্তা মুস্তাকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। এমনকী পুলিশ আধিকারিককে পাঁচ লক্ষ টাকা ঘুষও দিয়েছিল ওই জঙ্গি। অতীতে মুস্তাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছিল। একটি বিশেষ দল এই ঘটনার তদন্ত করছে।