দেশ

নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, একাধিক জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল কাশ্মীরের একাধিক জেলায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় সেনাবাহিনীকে৷ শুক্রবার কাশ্মীরের ডোডা, খিস্তওয়ার জেলায় জারি করা হয় কার্ফু৷ অশান্তি যাতে ছড়াতে না পারে তার জন্য বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা৷ ঘটনার পর বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানান৷ পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অন্য ধর্মের তরফে উস্কানিমূলক মন্তব্য করা হয়৷ সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অশান্ত হয়ে ওঠে ভূস্বর্গ৷ পরিস্থিতির অবনতির আশঙ্কায় একাধিক জেলায় কার্ফু জারি করে প্রশাসন৷ গুজব ছড়ানো আটকাতে ভাদেরওয়া এবং খিস্তওয়া শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ পুলিস জানিয়েছে, নূপুর

শর্মার মন্তব্যের বিরোধিতায় স্থানীয় এক মসজিদের তরফে ঘৃণা-ভাষণ দেওয়া হয়৷ সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ তার জেরে উত্তেজনা ছড়ায়৷ পুলিস এফআইআর দায়ের করেছে৷ সেই সঙ্গে আইন হাতে না তুলে নেওয়ার জন্য সতর্ক করা হয়৷ ভাদেরওয়ার ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ তিনি দুই ধর্মের মানুষকে নিজেদের মধ্যে আলোচনায় বসার আবেদন জানান৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ভাদেরওয়াতে চিরকাল দুই ধর্মের মানুষ মিলেমিশে থাকে৷ তাই তারা নিজেদের মধ্যে আলোচনায় বসে মতান্তর দূর করুক’৷ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরে সমস্যার শেষ নেই৷ তাতে যোগ হল ভাদেরওয়ার সাম্প্রদায়িক উত্তেজনা৷ আমি সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি৷’