অপেক্ষার অবসান। মুক্তি পেয়েছে শাহরুখ খান ও নয়নতারা জুটি ছবি ‘জওয়ান’। অ্যাকশন থেকে রোমান্স, প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। দর্শকরা তাদের প্রিয় সুপারস্টারকে বড় পর্দায় দেখতে আগ্রহী। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখ খান ও নয়নতারার পাশাপাশি অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু, সুনীল গ্রোভার, সিমরজিৎ সিং নাগরা, আজ্জি বাগরিয়া, মানাহার কুমার প্রমুখ। সকাল থেকেই প্রকাশ্যে আসছে ছবির একাধিক রিভিউ। সমালোচক থেকে দর্শক প্রায় সকলের রিভিউই ইতিবাচক। দেখে নিন বঙ্গ নিউজের রিভিউ-
জওয়ান ছবির রেটিং – ফাইভ স্টার * * * * *
ছবিতে অনেকগুলি সাব-প্লট আছে যা, একসঙ্গে সম্পূর্ণ গল্প তৈরি করে। এই ছোট ছোট অংশে এমন অনেক কিছু আছে যা, রোজ সংবাদপত্রে খুঁজে পাওয়া যায়। ঋণে জর্জরিত কৃষকদের আত্মহত্যা, মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা, নির্ভয়ে শিল্প-কারখানা চলতে দেওয়া, জীবন ও পরিবেশকে বিষাক্ত করা। গল্পে দুর্নীতির মাত্রা দেখানো হয়েছে যেখানে দুর্বল অস্ত্রধারী সেনা সৈন্যরা শত্রুদের সামনে নির্দোষভাবে প্রাণ হারায়। নর্মদার গল্পের পাশাপাশি অন্যান্য নারী চরিত্রগুলি তাদের অসহায় দেখানোর পরিবর্তে তাদের খুব শক্তিশালী করে তোলে। শাহরুখের চরিত্রগুলিকে অ্যাটলি তাঁর ট্রেডমার্ক স্টাইলে পর্দায় দুর্দান্ত উপস্থিতি দিয়েছেন। অনিরুদ্ধ রবিচন্দরের প্রাণবন্ত সঙ্গীতের মাধ্যমে এই চরিত্রগুলি এমন উচ্চতা পায় যা, নায়ককে শুধু বাস্তবের চেয়ে বড় করে না, সিনেমার পর্দার চেয়েও বড় করে তোলে। শাহরুখের চরিত্রগুলিকে অ্যাটলি তাঁর ট্রেডমার্ক স্টাইলে পর্দায় দুর্দান্ত উপস্থিতি দিয়েছেন। অনিরুদ্ধ রবিচন্দরের প্রাণবন্ত সঙ্গীতের মাধ্যমে এই চরিত্রগুলি এমন উচ্চতা পায় যা, নায়ককে শুধু বাস্তবের চেয়ে বড় করে না, সিনেমার পর্দার চেয়েও বড় করে তোলে। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করে শাহরুখের অ্যাকশন দৃশ্য দেখতে পাওয়া যাবে। ছবির একেবারে শুরুতে ১০ মিনিটের একটি সিকোয়েন্স রয়েছে, যেখানে গল্পের নায়ককে সুপারহিরো হিসেবে বিবেচনা মনে করা হয়। অ্যাকশন দৃশ্যে দারুণভাবে যোদ্ধা দক্ষতা প্রদর্শন করে। প্রতিটি অ্যাকশন দৃশ্য, একজন ডাই-হার্ড অ্যাকশন প্রেমিক, দর্শকের জন্য একটি বড় পাওনা। ‘জওয়ান’ একটি ২ ঘণ্টা ৪৫ মিনিটের ছবি। কিন্তু এই দীর্ঘ সময় চলার পরও কোথাও মনে হয় না কিছু অর্থহীন। কিন্তু গল্পের মধ্যে অনেক মজার উপাদান একসঙ্গে থাকায়, মনে হতে পারে ছবিটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। স্পেশাল অফিসারের ভূমিকায় নয়নতারা নিখুঁত অভিনয় করেছেন। এই চরিত্রে তিনি যতটা শক্তিশালী, গল্পের দাবিতে তিনি ক্ষণিকের জন্য তত বেশি দুর্বল হয়ে পড়েন। দেশের সেরা অভিনেতাদের তালিকায় কেন তাঁর নাম মাথায় আসে, তা আবারও দেখালেন বিজয় সেতুপতি। জওয়ান’-এ সহ অভিনেতাদের অভিনয় যথেষ্ট শক্তিশালী। লাহার খান, সানিয়া মালহোত্রা, প্রিয়মনি, ঋদ্ধি ডোগরাও, সুনীল গ্রোভাররা সাবলীল। ছবিটি কার্যকরভাবে বলতে সফল মেঘাব্লকবাস্টার হয়। তবে শাহরুখ সেরা সিনেমাটিক মুহূর্ত নিয়ে এসেছেন এই ছবিতে তাতে কোনও সন্দেহ নেই। এটি এমন একটি ছবি যা, প্রতি ১০মিনিটে করতালি এবং শিস পেতে পারে প্রেক্ষাগৃহে।
অন্যদিকে শাহরুখের জওয়ানের ধাক্কায় নড়ে বসেছে সারা দেশের রাজনৈতিক মহল। কৃষক আত্মহত্যা, রাইফেলের কাজ না করা, সরকারি হাসপাতালের বেহাল দশা তো রয়েইছে। ছবির শেষ অংশে তিনি ইভিএম মেশিনের কারচুপি নিয়ে সরব। একই সঙ্গে তিনি দর্শককে সজাগ করেছেন ভোটদান নিয়ে। পর্দার ‘আজাদ’ জানিয়েছেন, তর্জনি যেন সব সময় তোলা থাকে। পাঁচ বছর ধরে সরকার জনসাধারণের জন্য কী করবেন— এই প্রশ্ন জানার জন্য। ছবিতে আরও বলা হয়েছে, না জেনে না বুঝে চোখ বন্ধ করে কোনও রাজনৈতিক দলের উপরেই যেন কেউ ভরসা না করে। এতে ক্ষতি দেশবাসীর। প্রত্যেকটি বিভাগ থেকে প্রত্যেক সাধারণ মানুষ এবং তার পরবর্তী প্রজন্ম তী কী সুবিধে পাবে— এটা সবার আগে জেনে নেওয়া নাগরিকের কর্তব্য। তারপরে ভোটদান। রাজনৈতিক মহল্লার ফিসফাস, শাহরুখ ছবির হাত ধরে আদতে নাকি কেন্দ্রের সমালোচনা করেছেন। এদিকে, শাহরুখের এই সংলাপ ইতিমধ্যেই ফাঁস। সামাজিক মাধ্যমে ভাইরাল, নির্বাচন নিয়ে তাঁর পরামর্শ। সেকথা কানে গিয়েছে কিং খানেরও। তিনি অনুরাগীদের আশ্বস্ত করে বলেছেন, দেশের মঙ্গলের জন্য এমন হাজারো দোষ মাফ!
Movie Name: Jawan
Jawan Cast: Shah Rukh Khan, Nayanthara, Sanjay Dutt, Deepika Padukone, Vijay Sethupathi, Priyamani and more
Jawan Director: Atlee
Jawan Release Date: 7th September 2023
Where To Watch Jawan: In theatres
Review by: Ishita Upadhaya, Banga News