বিনোদন

নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়া আহসানের

এপার এবং ওপার বাংলার বহু ছবিতে কাজ করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান । এ বার তিনি যাত্রা করছেন বলিউডে ৷ ছবির পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সায়ন্তন জানিয়েছেন, সেই সময়কার বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্ন্যাস অবলম্বনে হতে চলেছে এই সিরিজ । বাংলা, হিন্দি এবং ইংরেজি – তিনটি ভাষাতেই তৈরি হচ্ছে এই সিরিজ । আগামী বছরই পুজোর আগে পরিচালক সায়ন্তন কাজ শুরু করবেন এই ওয়েব সিরিজের । রাজনৈতিক ওয়েব সিরিজের পটভূমি ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন। এই সিরিজে জয়ার সঙ্গী হচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নকশাল নেতা চারু মজুমদারের চরিত্রে দেখা যাবে নওয়াজকে । জয়াকে দেখা যাবে চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদার সেনগুপ্তর ভূমিকায় । বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ভূমিকায় থাকছেন রণিত রায় । জানা গিয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের চরিত্রে থাকতে পারেন সব্যসাচী চক্রবর্তী । জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়ালকে । এই চরিত্রে বোমান ইরানিকেও ভাবনায় রাখা হয়েছে । তবে শারীরিক সাদৃশ্য থাকায় পরেশ রাওয়ালই সায়ন্তনের প্রথম পছন্দ । চারুর অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে থাকতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায় । আরও চমকপ্রদ নাম শিগগিরই জানাবে সায়ন্তন মুখোপাধ্যায় এবং অরিন্দম চটোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘সিনেক্স’ ।