জেলা

তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু তপন কান্দুর সঙ্গী তথা কংগ্রেস কাউন্সিলরের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর ৷ বুধবার সকালে ঝালদা শহরে তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন ওরফে সেফাল বৈষ্ণবের দেহ উদ্ধার হল । সকালে ছাত্ররা পড়তে এসে কড়া নেড়ে ডাক পায়নি সেফাল বৈষ্ণবের ৷ এরপর পড়শি, আত্মীয়রা এসে দরজার ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ কংগ্রেস নেতা তপন কান্দু খুনের দিন তিনি কংগ্রেস কাউন্সিলরের সঙ্গেই ছিলেন । তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ সেখানে তাঁর নামে স্বাক্ষর করা রয়েছে ৷ মৃত্যুর আগে সেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব তাঁর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন ৷ নোটে তিনি লিখেছেন, “যেদিন থেকে তপনের মৃত্যু হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি ৷ যে দৃশ্যটি দেখেছি তা মাথা থেকে কোনো রকম বার হচ্ছে না ৷ ফলে রাত্রে ঘুম হচ্ছে না, খেতে মন যাচ্ছে না ৷ শুধু ঐ ঘটনাটাই মনের মধ্যে ঘোরাফেরা করছে ৷”