৫ দিন সিবিআই হেফাজতে থাকার পর শুক্রবার সকালে জেলা আদালতে তোলা হল তপন কান্দু খুনের ঘটনায় অভিযুক্ত কলেবর সিংকে। গত রবিবার জেলা আদালত থেকে ৩ অভিযুক্ত কলেবর সিং, নরেন কান্দু ও আশিক খানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কলেবর সিংকে ৫ দিন ও নরেন ও আশিককে ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ৫ দিনে ঝালদা থানার নিমডি গ্রামে তার মাসতুতো দিদির বাড়ি, ঝাড়খণ্ডের জরিডি থানা এলাকায় তার বাড়িতেও কলেবরকে নিয়ে যায় সিবিআই। মুখোমুখি জেরা করা হয় আশিক, নরেন, সত্যবানের সঙ্গে বসিয়ে। ঘটনার দিন ঝালদা থানা এলাকায় কখন আসে। তারপর থেকে কোথায় কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল, সেই সব জায়গায় কলেবরকে নিয়ে যাওয়া হয়। কী কারণে ঝালদায় সে এসেছিল। সেইসব মিলিয়ে দেখেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কলেবরের কাছ থেকে। সেই সব তথ্য নিয়ে এগোতে চাইছে সিবিআই। ঘটনার দিন ঝালদা এলাকায় যে সিসি ক্যামেরার ছবি পাওয়া গিয়েছে, সেখানে মোটরসাইকেলে হেলমেট মাথায় দেওয়া যে ব্যক্তিকে দেখা যায়, তার পরিচয় জানতে পেরেছে সিবিআই। সেই যুবক ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। তার খোঁজে ঝাড়খণ্ডে গিয়ে ও তার বাড়িতে তাকে পাওয়া যায়নি। তবে কলেবর সিং বলেছে, এই ঘটনায় আরও একজন যুক্ত আছে।