দেশ

Jharkhand: প্রকাশ্যে গুলি করে খুন ঝাড়খণ্ডে বিজেপি নেতা অনিল টাইগার

 প্রকাশ্যে গুলিতে ঝাঁজরা ঝাড়খণ্ডের বিজেপি নেতা জেলা পরিষদের প্রাক্তন সদস্য অনিল টাইগার। বুধবার রাঁচির কাঁকে এলাকায় জনতার সামনেই এই হত্যাকাণ্ড চলে বলে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আততায়ীকে।জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ ব্যস্ত এলাকা কাঁকে চকে অনিল টাইগারের উপর হামলা হয়। ভিড়ের মধ্যে বিজেপি নেতাকে তাড়া করে গুলি চালায় দুষ্কৃতী। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারাই রক্তাক্ত অনিলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে বিজেপি নেতার। তদন্তে নামার কিছু বাদেই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কী কারণে খুন করা হল অনিল টাইগারকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।