ইউক্রেন সীমান্তে সেনা পাঠিয়েছিল রাশিয়া। আমেরিকার সঙ্গে প্রাথমিক আলোচনার পরেও সেনা পিছু না হঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাইডেনের একটি মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইজেন জানিয়েছেন, ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে আসা উচিত। বাইডেন বলেছেন, “আমরা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। আমেরিকার বাসিন্দাদের অবিলম্বে ইউক্রেন ছাড়া উচিত।” বাইডেন বলেন, “যদি আমেরিকা এবং রাশিয়ার সেনারা একে অপরকে গুলি করে তাহলে এক অন্য পৃথিবী দেখব আমরা।” বিষয়টির গুরুত্ব বোঝাতে গিয়ে ‘বিশ্বযুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন তিনি।