কলকাতা

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি যাচ্ছেন জন বার্লা

পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলে সরব হয়েছেন জন বার্লা। দলের কর্মীরা অত্যাচারিত, এমনই কিছু কর্মীদের পাশে দাঁড় করিয়ে ভিডিও বার্তায় বিজেপি সাংসদ জন বার্লা বঙ্গভঙ্গের পক্ষে যুক্তি দিয়েছিলেন। বলেছিলেন রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথা। বৃহস্পতিবার উত্তরবঙ্গে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্‍ করলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। একদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড়, অন্যদিকে এবার তার কাছেই বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে হাজির বিজেপি সাংসদ। অনুমান রাজনৈতিক মহলের। এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্য বিজেপি বঙ্গভঙ্গ চায় না। কিন্তু তারপরেও থেমে নেই আলিপুরদুয়ারের সাংসদ। গতকালই যুক্তি দিয়েছিলেন বঙ্গভঙ্গের পক্ষে। 

https://twitter.com/jdhankhar1/status/1407984715282276354