দেশ

প্রতিরক্ষার গোপন তথ্য পাচারের অভিযোগে দিল্লিতে গ্রেপ্তার সাংবাদিক রাজীব শর্মা সহ ৩

প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার এক সাংবাদিক সহ মোট ৩ জন। দিল্লি পুলিশের বিশেষ শাখা সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। ভুয়ো সংস্থার মাধ্যমে তাঁকে মোটা টাকা দেওয়ার অভিযোগ শনিবার এক চিনা মহিলা ও তাঁর নেপালি সহযোগীকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূ্ত্রে খবর, ধৃত ফ্রিল্যান্স সাংবাদিকের কাছে সেনার বহু গোপনীয় তথ্য রয়েছে। মোটা টাকার বিনিময়ে যা তিনি চিনের এক মহিলাকে পাচার করেন। সোমবারই ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিন অর্থাৎ মঙ্গলবার তাঁকে আদালতেও তোলা হয়। আপাতত ৬দিন পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। তাঁর মোবাইল, ল্যাপটপ সিজ করেছে পুলিশ। কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে। কাদের কাদের সঙ্গে রাজীবের যোগাযোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার দিল্লী পুলিশের তরফে জানানো হয়েছে, বর্ষীয়ান সাংবাদিক রাজীব শর্মা চিনা গোয়েন্দাদের গোপনীয় তথ্য পাচার করত। তাই তাঁকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইনের ধারায় গ্রেপ্তার করা হয়েছে। আরও এক চিনা মহিলা ও তাঁর নেপালি সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।