কলকাতা

‘গণতন্ত্রের কথা বলেন! আগে বাংলার দিকে তাকান’, কলকাতায় এসে মমতাকে কটাক্ষ নাড্ডার

ন্যাশনাল লাইব্রেরিতে আজ রবিবার বিজেপির সমস্ত মোর্চা নেতাদের নিয়ে সভায় বক্তব্য রাখেন জে পি নাড্ডা। নাড্ডা তাঁর ভাষণে বলেন, “কংগ্রেস ইন্দিরা গান্ধির আমল থেকে বলে আসছে গরিবি হটাও। ওনাদের গরিবি চলে গেছে, কিন্তু দেশের গরিবি যায়নি। ৬টি মেডিক্যাল কলেজ বাংলায় দিয়েছেন মোদি। ৩৭টি রেলস্টেশন বিশ্বমানের হবে এই রাজ্যে। মমতা দিদি বলেন কিছু হবে না হবে না। দিদি তুমি আরাম কর। হবে হবে হবে।” জে পি নাড্ডা দলীয় মোর্চা নেতাদের উদ্দেশ্যে বলেন, “মোদি দেশে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে কী ভাবে বিকাশের কাজ করছেন এলাকার মানুষকে বলুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে মমতার ‘বাংলার বাড়ি’। ভ্রষ্টাচার বাড়ি। মমতা বলছেন ধর্না দেবেন। আরে আগে হিসাব দিন। চোরি ফির সিনাজোরি? সব জায়গায় পরিবারবাদ। জম্মু কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে সপা, বিহারে লালু, রাবড়ি,তেজস্বী। বাংলায় মমতা অভিষেক। অন্ধ্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু সবজায়গায়,সব দলে পরিবারের পার্টি। এরপর তোষণের ভোটব্যাঙ্কের পলিটিক্স। আপনারা স্লোগান দিন পরিবারবাদ কুইট ইন্ডিয়া, দুর্নীতি কুইট ইন্ডিয়া। তুষ্টিকরণ কুইট ইন্ডিয়া। এটাই দেশের প্রজাতন্ত্র রক্ষা করবে। হরঘর তিরঙ্গা, মেরা মাটি মেরা দেশ পালন করুন। সমস্ত গ্রামে পালন করুন। ৮০০০ কলসী মাটি নিয়ে কর্তব্য পথে যাবেন মোদি। আপনাদের বিশেষ দায়িত্ব পার্টিকে বড় করতে মোর্চারই সবচেয়ে অবদান। মহিলা মোর্চা সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হন। যুবমোর্চা ক্লাব সংস্থাগুলির সঙ্গে সংযুক্ত হন । কিষাণ মোর্চা কিষাণ মান্ডিগুলিতে যান। যোজনার কথা বলুন। সংখ্যালঘু মোর্চা সবকা সাথ সবকা বিকাশের কথা বলুন।”