বঙ্গ বিজেপির ছন্নছাড়া হাল সামাল দিতে কাল, মঙ্গলবার কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধ এবং বৃহস্পতিবার নাড্ডা দলের রাজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এমন একটা সময়ে নাড্ডার এই বৈঠক হতে চলেছে, যখন রাজ্য বিজেপি চরম গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। সম্প্রতি দল ছেড়ে আবার পুরনো দল তৃণমূলে ফিরে গিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলে যোগদানের দিন সকালেও বিজেপির কোনও কোনও রাজ্য নেতা দাবি করেছিলেন, অর্জুন সিং দল ছাড়ছেন না। ওই দিন বিকেলেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় গলায় পড়ে তৃণমূলেই ফিরে আসেন। সূত্রের খবর, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বীরভূমের অনুপম হাজরা, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের পদক্ষেপ নিয়েও রাজ্য নেতৃত্ব উদ্বিগ্ন। বিধানসভা থেকে শুরু করে পুরসভার ভোটে ভরাডুবির পর থেকে এই নেতারা লাগাতার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে চলেছে। এরই মধ্যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে লাগাম পরানোর জন্য তাঁকে চিঠি দিয়ে সতর্ক করেছেন দিল্লি অফিসের জাতীয় সম্পাদক অরুণ সিং। দিলীপও রাজ্যের ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন। তাঁর বিরুদ্ধে দিল্লিতে নালিশও গিয়েছে রাজ্য থেকে। তারপরই তাঁকে চিঠি ধরানো হয়েছে।