দেশ

প্রয়াত প্রাক্তন বিচারপতি জি টি নানাবতী

প্রয়াত ভারতের অন্যতম প্রখ্যাত বিচারপতি জি টি নানাবতী।আজ সকালে আহমেদাবাদের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬। গুজরাট হাইকোর্ট আইনজীবীদের সংগঠনের তরফে জানানো হয়েছে বিচারপতি নানাবতীর নশ্বর দেহ বিকেল ৫টা নাগাদ সৎকার হয় থালতেজ শ্মশানে। প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাট দাঙ্গা, তার আগে ১৯৮৪ সালে শিখ দাঙ্গার তদন্ত কমিশনের নেতৃত্বে ছিলেন নানাবতী। গোধরা ট্রেন অগ্নিকাণ্ড এবং দাঙ্গায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছিল। নানাবতী কমিশন সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রিসভার সদস্যদের ক্লিন চিট দেয়। পুলিশ, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকেও ক্লিন চিট দেয় নানাবতী কমিশন।