বিদেশ

কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০, আহত দেড়শোর বেশি

কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা। বিস্ফোরণে জখম হয়েছেন দেড়শোর বেশি মানুষ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কাবুল বিমানবন্দরের কাছে পর পর দু’টি আত্মঘাতী বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি হয় বিমানবন্দরের অ্যাবে গেটের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের খুব কাছেই ব্যারন হোটেলের সামনে। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান। আরও হামলা হতে পারে বলে আবারও সতর্ক করেছে মার্কিন প্রশাসন। মার্কিন কমান্ডাররা বলেছেন যে তাঁরা বিমানবন্দরে সম্ভাব্য রকেট হামলা বা গাড়ি বোমা বিস্ফোরণের জন্য সতর্ক রয়েছেন। এদিকে, গতকালের হামলার ঘটনায় তালিবানের কোনও যোগ নেই বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, কাবুলে প্রাণঘাতী হামলা চালানোর জন্য তালিবানরা ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছিল, এমন কোনও প্রমাণ আমি দেখেনি।