কলকাতা

বঙ্গ বিজেপির বৈঠকে অনুপস্থিত রাজীব-কৈলাস

নির্বাচনী বিপর্যয়ের পর কার্যকারিণী সমিতির প্রথম বৈঠকে বসেছে বঙ্গ-বিজেপি৷ আর সেখানে অনুপস্থিত পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ এমনকী নেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি এই সমিতির সদস্য নন ৷ কিন্তু তাঁকে এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ পাঠানো হয় ৷ তাঁকে এদিন ভার্চুয়ালি উপস্থত থাকার জন্য লিঙ্কও পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি তার পরও বৈঠকে অংশ নেননি ৷ গেরুয়া শিবিরের সকলেরই আশা ছিল, তিনি আসবেন দলের কার্যকরণী বৈঠকে। দলের তরফ থেকে তাঁকে সেই বৈঠকে থাকার জন্য আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছিল। কিন্তু আশা জাগিয়েও তিনি এলেন না। আর তার জেরেই নতুন করে ফের জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে। নজরে রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বসেছিল দলের কার্যকরণী বৈঠক। সেই বৈঠকে রাজীবকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য বিজেপি থেকে। কিন্তু এদিন রাজীব আসেননি। কেন আসেননি তাও জানাননি। আর তাই ফের জল্পনা ছড়ালো তাঁকে ঘিরে। বিষয়টির জেরে খোদ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘রাজীবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাঠানো হয়েছিল লিঙ্কও। কিন্তু তাঁর কাছ থেকে কোনও সাড়া মেলেনি।’  অস্বীকার করার উপায় নেই রাজীব-কৈলাস অনুপস্থিত জেরে দিলীপ ঘোষ দলে কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়ে গেলেন। বাড়ছে তৃণমূল যোগের জল্পনা!