সোমবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। সেখানে ঢুকেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি শনিবার থেকে দিনে দু’বেলা করে খুলবে মন্দিরের দ্বার। এমনটাই শুক্রবার জানানো হয়েছে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে এবং গর্ভগৃহে প্রবেশ করতে হবে।এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর সময় যাতে অতিরিক্ত জমায়েত না হয়, সেদিকে অবশ্যই নজর দেবে মন্দির কর্তৃপক্ষ। এর আগে ২২ জুন থেকে খোলা মন্দিরের দরজা। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্তই মন্দির খোলা হচ্ছিল। এবার সেই নির্ঘণ্টে বদল আনতে চলেছে মন্দির কতৃপক্ষ।