কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে মেয়েকে ২ বার জিজ্ঞাসাবাদের পর এবার ডাক পড়ল বিধায়ক বাবার। আজই বাঁকুড়ায় তাঁর বাড়িতে গিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে টানা আড়াই ঘণ্টা জেরা করে সিআইডির ৪ আধিকারিক। সময় গড়াতেই সন্ধেয় ডাক পড়ল খোদ নীলাদ্রি শেখরের। এই মামলায় এই প্রথম কোনও বিজেপি বিধায়ককে তলব করল সিআইডি। রাজ্য তদন্ত সংস্থা সূত্রে খবর, শুক্রবার বেলা এগারোটায় ভবানীভবনে হাজিরা দিতে হবে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে। উল্লেখ্য, কল্যাণী এইমসের অস্থায়ী পদে নিয়োগ পেয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা ও হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ। অভিযোগ ছিল প্রভাব খাটিয়ে ওই চাকরি পাইয়ে দিয়েছেন ওই দুই বিজেপি বিধায়ক। সিআইডি ইতিমধ্যেই বঙ্কিমচন্দ্র ঘোষের বাড়িতে হানা দিয়েছে। পাশাপাশি গত ১৫ জুলাই একদফা জিজ্ঞাসাবাদ করা হয় নীলাদ্রি শেখরের মেয়ে মৈত্রী দানাকে।