ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অভিনেতা কঙ্গনা রানৌত। স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে মিলল এই তথ্য। ব্যক্তিগত নিরাপত্তীরক্ষী এবং কমান্ডো সহ ১১ জন সশস্ত্র পুলিশ দ্বারা সুরক্ষিত থাকবেন কঙ্গনা রানৌত। সংবাদ সংস্থা পিটিআই বলেছে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডের একটি বিরাট অংশের মধ্যে মাদক সেবনের অভ্যাস রয়েছে বলে প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। তারপর থেকেই মুম্বইয়ে নিরাপদ থাকবেন কিনা সেই নিয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন অভিনেতা। তিনি টুইট করে জানিয়েছিলেন, মুম্বই পুলিশের ওপর থেকে ভরসা উঠে গিয়েছে তাঁর। তাই কেন্দ্রীয় সরকার বা হিমাচল প্রদেশের সরকার যদি তাঁকে সুরক্ষা দেন, তাহলে তিনি নিশ্চিন্ত হবেন। এরপরে অত্যন্ত খুশি হয়ে কঙ্গনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হিন্দিতে টুইট করেন, ‘অনেক ধন্যবাদ অমিত শাহজী। আপনার এই সাহায্যে এটাই প্রমাণিত হল যে, একজন দেশপ্রেমিকের কণ্ঠ রোধ করা যায় না। আমি অমিত শাহের কাছে কৃতজ্ঞ। তিনি যদি চাইতেন, আমাকে কয়েকদিন পর মুম্বই ফেরত যেতে পরামর্শ দিতে পারতেন। কিন্তু তিনি চা না করে ভারতের একজন কন্যাকে সম্মান জানিয়ে নিরাপত্তা দিলেন। তাঁর গর্ব এবং আত্মসম্মানকে মূল্য দিলেন।’