বিনোদন

জন্মদিনে নতুন ছবির কথা ঘোষণা করলেন করণ জোহর

জন্মদিনে নতুন ছবির কথা ঘোষণা করলেন পরিচালক করণ জোহর। আপাতত শিরোনামহীন সেই ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন নিজেই। জন্মদিনে তার ন্যারেশন হাতেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন ‘গেট সেট গো’… অর্থাৎ তিনি তৈরি।