কর্নাটকে বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করার। অবশেষে ভোটে জিতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি কার্যকর করল সিদ্দারামাইয়ার সরকার। রবিবার থেকে রাজ্যজুড়ে শক্তি প্রকল্প চালু করল কর্নাটকের নবগঠিত সরকার। রবিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং পরিবহন মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন। এদিন প্রকল্পের লোগোও চালু করেন তাঁরা। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এদিন বলেন, ‘সামাজিক সাম্যের জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের ফলে সংখ্যালঘু, নারী এবং বঞ্চিত শ্রেণি উপকৃত হবে। একটি সমাজকে সমৃদ্ধ করতে হলে নারীদের অবশ্যই পুরুষদের সঙ্গে মিলিত হতে হবে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের তুলনায় ভারতে কর্মশক্তিতে নারীদের অংশগ্রহণ কম।’ সিদ্দারামাইয়া আশা প্রকাশ করেন এই পদক্ষেপ কর্মশক্তিতে মহিলাদের অংশগ্রহণ বাড়িয়ে তুলবে৷