আগামী বছর তামিল নাড়ুতে বিধানসভা নির্বাচন। রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে এগোচ্ছেন ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। কিন্তু তার আগেই বড় ধাক্কা লাগতে পারে তাঁর। সূত্রের খবর, করুণানিধির বড় ছেলে, স্ট্যালিন এবং কানিমোঝির বড়দা এমকে আলাগিরি নিজস্ব রাজনৈতিক দল গড়তে চলেছেন। এবং সেই দলকে সমর্থন করবে বিজেপি। তামিল রাজনীতিতে নিজেদের পা শক্ত করার দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে বিজেপি। সেই লক্ষ্যে দিন কয়েক আগেই কংগ্রেসের মুখপাত্র, খুশবুকে দলে নিয়েছে বিজেপি। এবার আলাগিরির দলকে বিজেপি সমর্থন করলে, তা যে ডিএমকে-র পক্ষে রীতিমতো চিন্তার বিষয় হবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আলাগিরি শিবির বলেছে, দুপক্ষের মধ্যে জোট নিয়ে আলোচনা সদর্থক দিকেই এগোচ্ছে। আগামী ২১ তারিখ চেন্নাই যাচ্ছেন অমিত শাহ। সব কিছু ঠিক থাকলে ওই দিনই তাঁর সঙ্গে দেখা করে জোটের বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে পারে আলাগিরি। ওই বৈঠকে শুধু তাঁরা দুজনই থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন তামিল বিজেপির এক শীর্ষ নেতা। প্রদেশ বিজেপি সভাপতি এল মুরুগান অবশ্য দাবি করেছেন, তিনি এসম্পর্কে কিছুই জানেন না। আলাগিরির নতুন দল সম্পর্কেও তাঁর কোনও ধারণা নেই। আলাগিরির কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর এক ঘনিষ্ঠ বলেছেন, দলে এবং পরিবারে আলাগিরিকে গুরুত্বহীন করে দিয়েছেন স্ট্যালিন। এটা আসলে তাঁকে যোগ্য জবাব দেওয়ার পথ। এবং আলাগিরির পক্ষেও এটা শেষ সুযোগ। কারণ ডিএমকে বিধানসভা ভোট জিতে গেলে তাঁর ব্যবসায়িক সমস্যাও বেড়ে যাবে। আলাগিরির নতুন দলের নাম হতে পারে ‘কলাইগনার ডিএমকে’ বা কেডিএমকে। আলাগিরির ছেলে দয়ানিধিও বাবাকে সমর্থন করতে পারেন। স্ট্যালিনের ছেলে উদয়নিধি ডিএমকে-র যুব শাখার দায়িত্বে। দয়ানিধিও কেডিএমকে-র যুব শাখার দায়িত্ব নিতে পারেন বলে আলাগিরির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।