চলে গেলেন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন প্রয়াত হন তিনি। তবে দেশে নয়, সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কাজী অনির্বাণ হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় সন্তান। বুধবার, ২ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলেই জানা গিয়েছে। সুইজারল্যান্ডে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানকার এক হোটেলেই শেষ নিঃস্ব ত্যাগ করেন। কাজী অনির্বাণ সেখানে তাঁর স্ত্রীকে নিয়ে কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের নাতি পেশায় একজন চিত্রশিল্পী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। জানা গিয়েছে কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় ফিরিয়ে আনা হবে। এখানেই কবর দেওয়া হবে তাঁকে। কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর মেয়ে তথা জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজী নিশ্চিত করেছেন তাঁর খুড়তুতো ভাইয়ের মৃত্যুর খবর। তিনিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি কলকাতাতেই কবর দেওয়া হবে তাঁর ভাইকে। শেষ বিদায় জানাতে তিনিও আসবেন শহরে।