কলকাতা

ফের অনলাইন পরীক্ষার দাবি বিক্ষোভ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা

অনলাইন পরীক্ষার দাবিতে আবারও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শয়ে শয়ে পড়ুয়া বিক্ষোভ দেখান। আত্মহত্যার চেষ্টাও করেন এক পড়ুয়া। এই নিয়ে গত এক মাসে চারবার আন্দোলনে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর।আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ ভবনের উপরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক আন্দোলনকারী। পাঁচতলা বিল্ডিংয়ের নির্মীয়মাণ সিঁড়ি থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অজয় পণ্ডিত নামে এক পড়ুয়া। তাঁর বাড়ি দুর্গাপুরে। সিক্স সেমিস্টার ল কলেজের ছাত্র। শেষ পর্যন্ত অন্য আন্দোলনকারীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পড়ুয়াদের দাবি, করোনাকালে প্রায় দু’বছর অনলাইন ক্লাস করানো হয়। তার ফলে কোর্স সম্পূর্ণ হয়নি। অথচ কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষার নির্দেশ দেয়। এই নির্দেশ প্রত্যাহার এবং অনলাইন পরীক্ষার দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। তার ফলে গত ৩০ দিনে চারবার আন্দোলন হল বিশ্ববিদ্যালয়ের সামনে। বুধবার আন্দোলন রাত পর্যন্ত হয়েছিল। তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন পরীক্ষার আশ্বাস দেয়। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার রাতে নোটিস দেওয়া হয় অনলাইনে নয়, পরীক্ষা হবে অফলাইনে। সকাল থেকে বিক্ষোভ শুরু হয়ে যায়