আপাতত ৪ শতাংশই থাকছে রেপো রেট। মন্দার বাজারে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসি কমিটি (এমপিসি)। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সেকথা জানিয়ে দিলেন আরবিআইয়ের গভর্নর শশীকান্ত দাস।
গত তিন দিন ধরে এই নিয়ে বৈঠকে বসেছেন এমপিসি-র ৬ জন সদস্য। তার পরেই এই সিদ্ধান্ত। আরবিআইয়ের গভর্নর শশীকান্ত দাস আরও জানিয়েছেন, মানিটরি পলিসির কমিটির ধারণা জুলাই-সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি বর্ধিতই থাকবে। এই অর্থবর্ষের দ্বিতীয় ভাগে মুদ্রাস্ফীতি কিছুটা হলেও কমবে। এই সবের নেপথ্যে যে করোনা সংক্রমণ, তা আর নতুন করা বলার দরকার নেই।