শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথের জোড় পাটকাটি গ্রামের ঘটনায় সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তৃণমূল নেত্রী। সিআরপিএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, আর এই গুলি চালানোর বিষয়ে নির্দেশ দিয়েছে খোদ অমিত শাহ, এই আওয়াজ তুলে গত রবিবার প্রতিবাদ কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস। রবিবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা দেন অমিত শাহ। আজ আবার কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল নেত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘দিদি আমার ইস্তফা চাইছেন। দিদিকে বলছি, আমি পদত্যাগ পত্র পকেটে নিয়েই ঘুরছি। মানুষ চাইলেই পদত্যাগ করব। কিন্তু শীতলকুচির এই ঘটনা কেন ঘটল? দিদির উসকানিতেই এই ঘটনা ঘটল।’ এদিন ধূপগিড়ির জনসভা থেকে অমিত শাহ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতিকে আক্রমণ করে বলেছেন, ‘ভোটব্যাংকের কথা ভেবেই শীতলকুচির আরেক জন মৃত আনন্দ বর্মণের জন্য চোখের জল ফেলেননি মমতা দিদি। উনি শুধু শুধু বিজেপিকে দোষ দিচ্ছেন। আপনি ভাবছেন, বিজেপি আপনার বিরুদ্ধে লড়ছে। কিন্তু শুধু বিজেপি নয়, উত্তরবঙ্গের মা-বোনেরা, রাজবংশী সম্প্রদায়, গোর্খা সম্প্রদায়, চা বাগানের কর্মী ও কৃষকরা আপনার বিরুদ্ধে লড়াই করছেন।’