গ্রেফতার হওয়ার চার মাস পর জামিন পেলেন লখিমপুর খেরি হিংসা মামলায় মূল অভিযুক্ত আশিস মিশ্র ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্রের জামিন মঞ্জুর করেছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ৷ আদালতের রায়ে কৃষকরা অসন্তুষ্ট। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রথম পর্বের দিনই জামিন মিলল মন্ত্রী-পুত্রের ৷ ৩ অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ৪ জন কৃষক মারা যান ৷ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও ৩ জন মারা যান ৷ সে দিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে নাম ছিল আশিস মিশ্রের ৷