দেশ

তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ এবং অশোক তানওয়ারঃ সূত্র

তৃণমূলে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ ৷ সূত্রের খবর, প্রাক্তন বিজেপি সাংসদ তথা কংগ্রেস নেতার তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে খোদ তৃণমূল সুপ্রিমোও উপস্থিত থাকবেন। কংগ্রেস নেতা কীর্তি আজাদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসতে চলেছেন অশোক তানওয়ার। দিল্লিতে গিয়েই কংগ্রেসের ঘর ভেঙে একঝাঁক নেতাকে তৃণমূলে যোগদান করাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই জানিয়েছিলেন, কংগ্রেসের দ্বারাই সম্ভব নয়। কংগ্রেসের জন্যই বিজেপি এত শক্তিশালী। আর তাই জনপ্রিয় ও দক্ষ কংগ্রেস নেতাদের তৃণমূলে এনে ২৪-শে দিল্লির লড়াইয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া তৃণমূল সুপ্রিমো। জল্পনা সত্যি হলে এই সংসদ সদস্যকে দলে নিয়ে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাতে চলেছে তৃণমূল।  তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই কংগ্রেস নেতা আজ দিল্লিতে তৃণমূলে যোগ দেবেন বলে জানা যাচ্ছে ৷ কীর্তি আজাদ বিহারের দারভাঙ্গা থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন । তিনি বিজেপির টিকিটে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । ২০১৫ সালের ডিসেম্বরে অরুণ জেটলির সমালোচনা করে বিজেপি থেকে বরখাস্ত হন তিনি ৷ দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনিয়ম ও দুর্নীতির জন্য তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিন্দা করেন কীর্তি ৷ পরে ২০১৮ সালে কংগ্রেসে যোগদান করেছিলেন । এদিন হবে তাঁর তৃণমূল যোগ ৷