রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত ৷ আজই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি ৷ তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল ৷ আজ রাজ্যপাল টুইট করে কিশোর দত্তের ইস্তফার কথা বলেন ৷ তাঁর ইস্তফাপত্রটিও টুইটারে পোস্ট করেন ৷ ইস্তফাপত্রে কিশোর দত্ত জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছি ৷ পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল ৷ পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও ওই একই চিঠি পাঠিয়েছেন তিনি । রাজ্যপাল ইস্তফাপত্রটি টুইট করে বলেন, সংবিধানের ১৬৫ ধারা অনুযায়ী, অবিলম্বে তাঁর ইস্তফাপত্রটি গ্রহণ করা হয়েছে ৷ কে হচ্ছেন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল, এখনও পর্যন্ত তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্য এখনও কারওর নাম সুপারিশ করেনি। রাজ্য নাম সুপারিশ করলে তা নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হবে। তার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।