বঞ্চনার অভিযোগে কেউ পৃথক রাজ্যের দাবি করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাসবাদী বলে তুলে ধরা যায় না বলে দাবি করে শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। একদিকে তাঁর দাবি বিজেপি পৃখর রাজ্যের বিরুদ্ধে নয়। আবার তিনি বলছেন দাবিও অযৌক্তিক নয়। নিজেই কি খানিকটা ধন্দে শমীক ! স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ভিডিও প্রকাশ করেছে দাবি তোলে KLO প্রধান জীবন সিংহ। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন এই ধরনে ভিডিও বার্তা ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি রাজনৈতিকভাবে এর পক্ষে নয়। তবে কেউ যদি বলে উত্তরবঙ্গ বঞ্চিত এবং তার ভিত্তিতে পৃথক রাজ্য হোক সেক্ষেত্রে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা যায় না। তাকে সন্ত্রাসবাদী বলে মানুষের সামনে তুলে ধরা যায় না।