কলকাতা

পৌর-বাজার রক্ষণাবেক্ষণে এবার মাসিক ফি, নয়া সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের

এবার পৌরবাজার রক্ষণাবেক্ষণে এবার নয়া সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের। কলকাতা কর্পোরেশনের বাজারগুলি রক্ষণাবেক্ষণে এবার থেকে দোকানদারদের থেকে মাসিক ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাজার বিভাগ। দোকানদারদের আলাদা আলাদা বিদ্যুতের মিটার যাতে হয়, সেবিষয় পরিকল্পনা করছে তারা। বাজার বিভাগের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর। সেখানে উপস্থিত ছিলেন বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন (ববি),পুর কমিশনার বিনোদ কুমার, চিফ ম্যানেজার মুকুলরঞ্জন বারুই-সহ পৌর বাজারগুলির দোকানদারদের সংগঠন ও সিইএসসির কর্তারা।  সূত্রে খবর, প্রাথমিক ভাবে প্রত্যেকটি পৌর বাজারে ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে আলোচনা করে রক্ষণাবেক্ষণের ফি কত হবে, তা ঠিক করা হবে। এলাকা এবং বর্গফুটের উপর ভিত্তি করেই এই টাকা ধার্য করা হবে।