কলকাতা

ঘন কুয়াশার জেরে কলকাতা বিমান বন্দরে ব্যাহত পরিষেবা

সকাল থেকেই ভারী কুয়াশার দাপট শহর কলকাতায়। যার জেরে কলকাতা বিমান বন্দরে ব্যাহত বিমান পরিষেবা। সকাল থেকে এখন পর্যন্ত দেরিতে নেমেছে প্রায় ৩০টি বিমান। দেরি করে উড়ানও নিয়েছে ৩০ টি প্লেন। এছাড়াও, তিনটি বিমানকে অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে।