পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্যে শীত উধাও হয়ে গিয়েছিল কয়েকদিন ধরেই ৷ এর মধ্যেই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়ে ছিল হাওয়া অফিস ৷ তবে তা যে মুষলধারায় নামবে তা ভাবেননি কেউই ৷ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। নাগের বাজার থেকে এয়ারপোর্ট এবং বিরাটি অঞ্চলেও বেশ কিছু ক্ষণ শিলাবৃষ্টি হয়। এদিকে, বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি হল মেদিনীপুরেও।
আগামী দু’তিন ঘণ্টায় নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার নানা জায়গার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তনের পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এই দুয়ের প্রভাবের জন্যই এই বৃষ্টি । পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 48 ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও বিক্ষিপ্তভাবে তা ১৩ ও ১৪ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ১৫ তারিখ থেকে আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে ৷ এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি ৷ তবে ১৬ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ফের কমবে বলে মত হাওয়া অফিসের । উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । ১২ তারিখ নাগাদ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস ৷ ১৪ ও ১৫ তারিখ শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা ।