কলকাতা

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা

বইপ্রেমী জন্য দুঃসংবাদ। করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বইমেলা। রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রধান ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়ে দেন, অতিমারির জেরে পিছিয়ে দেওয়া হচ্ছে বইমেলা। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে জানানো হবে দিনক্ষণ। তিনি এও জানান, জেনিভার ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল কলকাতা বইমেলা। এবারের থিম দেশ হওয়ার কথা ছিল বাংলাদেশের। বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে ২০২১ সালে। একই বছরে ৫০ বছর পূর্ণ হবে বাংলাদেশের স্বাধীনতারও। বইমেলায় এই দুই অনুষ্ঠান বড় করে পালন করার ইচ্ছা ছিল পড়শি দেশের। কিন্তু করোনা পরিস্থিতিতে আপাতত সে সবে ভাটা পড়ে গেছে। ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনার প্রকোপ এখনও কমেনি। বিভিন্ন দেশের বিমান পরিষেবা এখনও বন্ধ। প্যারিস, লন্ডনের বইমেলাও এই কারণে পিছিয়ে গেছে। অতএব বাঙালির বই-পার্বণ পালনে অপেক্ষা করতে হবে। কতদিন তা জানা নেই।