আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে মেট্রো পরিষেবা চালু হবে কলকাতায়। বুধবার কলকাতা মেট্রো কতৃপক্ষ একটি নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। দু’প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। যে সব স্টেশন কন্টেইনমেট এলাকার মধ্যে পড়বে, সেই সব স্টেশন বন্ধ থাকবে। রবিবার কোনও মেট্রো চলবে না। অর্থাত্ বন্ধ থাকবে পরিষেবা। মেট্রো প্রতিটি প্ল্যাটফর্মে ২০ সেকেন্ডের বদলে ৩০ সেকেন্ড দাঁড়াবে। রেক স্যানিটাইজ করার পর তবেই চালানো হবে। যে সমস্ত সিটে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেখানে কেউ বসবেন না। বুধবার গাইডলাইন প্রকাশ করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের ওয়েবসাইট বা পথদিশা অ্যাপ থেকে মিলবে ই-পাস। ই-পাস ১২ ঘন্টা আগে বুকিং করা যাবে। রাজ্য পুলিশ ও আরপিএফ কো-অর্ডিনেট করে ই-পাস চেক করে যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেবে। মেট্রো অফিসিয়ালরা আই কার্ড দেখিয়ে স্টেশনে প্রবেশ করে ই-পাস সংগ্রহ করবেন। ঠিকাদার সংস্থার কর্মীদের ভেতরে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হবে। তাঁদের ক্ষেত্রে ই-পাসের প্রয়োজন হবে না। টোকেন ইস্যু হবে না। শুধুমাত্র স্মার্ট কার্ড দেওয়া হবে। স্মার্ট কার্ড দেওয়ার জন্যে বুকিং কাউন্টার খোলা থাকবে। পাশাপাশি, যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের পরেই স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে। জ্বর, সর্দি, কাশি থাকলে স্টেশনে আসা যাবে না। মাস্ক পড়া, নাক ও মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। লিফটে মাত্র ৩ জন উঠতে পারবেন। স্টেশনে থুতু ফেললেই মোটা টাকা জরিমানা করা হবে। মাটির নীচে স্টেশন থাকলে সেখানে খাবার ও পানীয়ের দোকান বন্ধ থাকবে। মাটির ওপরের স্টেশন থাকলে তা খোলা থাকবে। যথাযথ স্যানিটাইজ করে প্রতিটি দোকান। স্টেশন সুপারিন্টেন্ডেন্ট ঘরে ২ জনের বেশি থাকা যাবে না।
একনজরে দেখে নিন মেট্রো রেলের বিধিনিষেধ গুলি –
১) যাত্রীদের সর্বদাই মুখে মাস্ক পরে থাকতে হবে।
২) মেট্রো স্টেশনগুলিতে স্যানিটাইজার ডিস্পেনসর থাকবে। তা দিয়ে হাত জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক।
৩) মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। অর্থাত্ স্মার্টফোন না থাকলে মেট্রোয় চড়তে গিয়ে বাধার মুখে পড়তে হতে পারে।
8) স্মার্ট কার্ড রিচার্জের জন্য অ্যাপ ডাউনলোড করে নেওয়া যেতে পারে।
৫) মেট্রো স্টেশনে প্রবেশের সময় রেল কর্মীরা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। তাতে সহযোগিতা করতে হবে।
৬) কারও শরীরে জ্বর, সর্দি, কাশি থাকলে যেন মেট্রোয় না চড়েন।
৭) প্রবীণ নাগরিক ও শিশুদের মেট্রোয় না চড়ারই পরামর্শ দেওয়া হচ্ছে।
৮) এসকেলটরের হ্যান্ডরেল, দেওয়াল ইত্যাদিতে হাত দেওয়া চলবে না।
৯) স্টেশন চত্বরে থুতু ফেলা যাবে না। তা করলে দন্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে।১০) ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে কোনওভাবেই হুড়োহুড়ি করা যাবে না।