এটিএম জালিয়াতি কাণ্ডে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঘটনায় অভিযুক্ত মোট চারজন। এর মধ্যে থেকে দু’জনকে সুরাট থেকে, দু’জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এদিন সুরাট থেকে মনোজ গুপ্তা (৪০) এবং নবীন গুপ্তা (৩০) নামে দু’জনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। দুই ব্যক্তিরই বাড়ি নয়াদিল্লির ফতেহপুর বেরি এলাকায়। তাদের ট্রানজিট রিমান্ডের জন্য ইতিমধ্যে আদালতেও তোলা হয়েছে। এছাড়া কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। তাদের নাম বিশ্বদীপ রাউত এবং আবদুল সইফুল মণ্ডল। এদেরও পুলিশি হেফাজতে নিতে আদালতে তোলা হয়েছে। তবে পুলিশের সন্দেহ এরা বিরাট একটি চক্রেরই অংশ, যার জাল ছড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে। তাই এই চারজনকে জেরা করলে বাকিদেরও হদিশ মিলবে। আপাতত তাই বাকি অভিযুক্তদের খোঁজেও তদন্ত শুরু হয়েছে।