কলকাতা

মানিকতলায় এবার অক্সিজেন সিলিন্ডার চক্র, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের অভিযানে মিলল হদিশ

করোনার জেরে তীব্র আকাল লেগেছে অক্সিজেনের। এই পরিস্থিতিতে কলকাতার মানিকতলায় খালি অক্সিজেন সিলিন্ডার চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ (ইবি)। অক্সিজেনের মজুত ও কালোবাজারি রুখতে অভিযান চালাতেই মিলল হদিশ।  ইবি সূত্রে খবর, মানিকতলার বিধান সরনীতে তারা অভিযান চালালে সেখান থেকে ৫২ কেজি ওজনের ১৩টি ও ১৫ কেজি ওজনের ২টি খালি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। বিধান সরনীর এই সংস্থাটির মালিক বিপুল টাকায় বিক্রি করত অক্সিজেন সিলিন্ডার। ১৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম নেওয়া হত ১৮-২০ হাজার টাকা। অন্যদিকে, ৫২ কেজি ওজনের সিলিন্ডারগুলি বিক্রি করা হত আরও ৩০-৩৫ হাজার টাকায়। এদিকে, এই অক্সিজেন সিলিন্ডার বিক্রির একটি চক্র রয়েছে, যারা ওই খালি সিলিন্ডার কিনত। তাদের খোঁজে এবার তদন্ত শুরু করেছে পুলিশ।