পুরনো গাড়ির বদলে এবার নতুন পরিবেশবান্ধব গাড়ি পাবে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৫ বছরেরও বেশি পুরনো গাড়িগুলি এবার বদলে ফেলা হবে। ২২৬টি ইলে্ক্টক গাড়ি ৮ বছরের জন্য লিজে নেওয়া হচ্ছে। পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু ও শব্দ দূষণ কমাতেই এই সিদ্ধান্ত। কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগকে দেওয়া হবে ২২৬টি টাটা নিক্সন ইলেকট্রিক গাড়ি। সূত্রের খবর, গতকাল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিবালয় থেকে একটি চিঠিতে জানানো হয়েছে গাড়ি বাবাদ ৮.৮২ কোটি টাকা ধার্য করা হয়েছে। এখন কলকাতা পুলিশের কাছে ৪ হাজারেরও বেশি গাড়ি ও মোটরবাইক রয়েছে। যার মধ্যে ২০০টি গাড়ি ১৫ বছরেরও পুরনো। সেগুলির ব্যবহার বন্ধ করবে পুলিশ। ইলেকট্রিক গাড়িগুলি মূলত ট্রাফিকগার্ড, পেট্রোলিং ইউনিটকে দেওয়া হবে। গাড়িগুলির প্রতি কিলোমিটার বিদ্যুতের খরচ পড়বে সাড়ে ৮ টাকা। এবং রক্ষাণাবেক্ষণের খরচ বছরে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। যা পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির তুলনায় অনেক কম। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় চার্জিং পয়েন্ট তৈরির পরিকল্পনা শুরু হয়েছে।