কলকাতা

খরচ ও দুষণ কমাতে ‘পরিবেশ বান্ধব’ ইলেকট্রিক গাড়ি পাচ্ছে কলকাতা পুলিশ

পুরনো গাড়ির বদলে এবার নতুন পরিবেশবান্ধব গাড়ি পাবে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৫ বছরেরও বেশি পুরনো গাড়িগুলি এবার বদলে ফেলা হবে। ২২৬টি ইলে্ক্টক গাড়ি ৮ বছরের জন্য লিজে নেওয়া হচ্ছে। পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু ও শব্দ দূষণ কমাতেই এই সিদ্ধান্ত। কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগকে দেওয়া হবে ২২৬টি টাটা নিক্সন ইলেকট্রিক গাড়ি। সূত্রের খবর, গতকাল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিবালয় থেকে একটি চিঠিতে জানানো হয়েছে ‌গাড়ি বাবাদ ৮.৮২ কোটি টাকা ধার্য করা হয়েছে। এখন কলকাতা পুলিশের কাছে ৪ হাজারেরও বেশি গাড়ি ও মোটরবাইক রয়েছে। যার মধ্যে ২০০টি গাড়ি ১৫ বছরেরও পুরনো। সেগুলির ব্যবহার বন্ধ করবে পুলিশ। ইলেকট্রিক গাড়িগুলি মূলত ট্রাফিকগার্ড, পেট্রোলিং ইউনিটকে দেওয়া হবে। গাড়িগুলির প্রতি কিলোমিটার বিদ্যুতের খরচ পড়বে সাড়ে ৮ টাকা। এবং রক্ষাণাবেক্ষণের খরচ বছরে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। যা পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির তুলনায় অনেক কম। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় চার্জিং পয়েন্ট তৈরির পরিকল্পনা শুরু হয়েছে।